সিলেটটুডে অনলাইন ডেস্ক

১২ ফেব্রুয়ারি , ২০১৭ ১৮:৪৬

সফটওয়্যার ব্যবসা গড়ে তোলার পরিকল্পনা নকিয়ার

নকিয়া এবারে সফটওয়্যার ব্যবসা বাড়ানোর দিকে মন দিচ্ছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) নকিয়া কর্তৃপক্ষ তাদের সফটওয়্যার ব্যবসা বাড়াতে ফিনল্যান্ডের কম্পটেল নামের একটি প্রতিষ্ঠান কেনার ঘোষণা দিয়েছে।

বর্তমানে নকিয়ার ব্র্যান্ড লাইসেন্স কিনে নকিয়ার নামে যন্ত্র তৈরি করছে ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবাল। নকিয়া বর্তমানে নেটওয়ার্ক যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে ব্যবসা করছে।

কম্পটেলকে কিনতে তিন কোটি ৭০ লাখ মার্কিন ডলার খরচ করছে নকিয়া।

নকিয়ার এক বিবৃতিতে জানানো হয়, পরিকল্পিত এ অধিগ্রহণ পৃথক একটি সফটওয়্যার ব্যবসা গড়ে তোলার জন্য নকিয়ার এক পরিকল্পনা থেকে হয়েছে। নকিয়ার বর্তমান সফটওয়্যার পোর্টফলিওকে সমৃদ্ধ করতে ও বাজার উপযোগী করতে এটি কাজে লাগবে।
তথ্যসূত্র: রয়টার্স

আপনার মন্তব্য

আলোচিত