নিউজ ডেস্ক

০২ মে, ২০১৫ ১০:০৪

নেপালের দুর্গত এলাকায় ত্রাণকার্যে পৌঁছে যাবে ড্রোন

ভূমিকম্পবিধ্বস্থ নেপালের দুর্গম এলাকার অবস্থা জানতে এবং সেখানে ত্রাণ পাঠাতে ব্যবহার হবে 'ড্রোন'। বিশেষ করে হিমালয়ের কাছাকাছি দুর্গত এলাকার উদ্ধারকর্মীদের কাছে তথ্য আদান প্রদানের কাজেও ড্রোন ব্যবহার হবে বলে জানিয়েছে কানাডিয়ান ত্রাণ সংস্থা।

গত শনিবার নেপালে ৭.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি। প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সব ধরনের অবকাঠামো। অনেক এলাকায় সাহায্য পৌঁছাতে এখনো সংগ্রাম করতে হচ্ছে উদ্ধারকারীদের। কিছু জায়গায় পৌঁছাতে না পারায় ক্ষয়ক্ষতির অবস্থাও জানা যাচ্ছে না।

মূলত ত্রাণ সংস্থাটি ড্রোনের মাধ্যমে দুগর্ত এলাকায় ত্রাণ সরবাহের কাজ করবে। ক্ষয়ক্ষতির অবস্থা জানতে এরই মধ্যে সেখানে ক্যামেরাবাহী ড্রোন দিয়ে পর্যবেক্ষণ চালাচ্ছে ত্রাণসংস্থান আমেরিকান রেড ক্রস।

ইতিমধ্যে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দেশটিতে।

আপনার মন্তব্য

আলোচিত