সিলেটটুডে অনলাইন ডেস্ক

১৬ এপ্রিল, ২০১৭ ১৬:২০

ফ্যাশন পণ্য নিয়ে গুগলের নতুন ফিচার ‘স্টাইল আইডিয়াস’

ফ্যাশন-বিষয়ক খোঁজখবর নিতে অনেকেই গুগলের ওপর ভরসা রাখেন। ব্যবহারকারীদের এ অভিজ্ঞতা আরও উন্নত করতে নতুন একটি ফিচার উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

ফিচারটির নাম ‘স্টাইল আইডিয়াস’। মোবাইল ওয়েব ও অ্যান্ড্রয়েডের গুগল অ্যাপে এটি কাজ করবে।

গুগলের ইমেজ সার্চ ব্যবহার করে জায়গা ও ভ্রমণের স্থানের, কেনাকাটার জিনিস, প্রিয় তারকা, চিত্রকর্মের মতো নানা জিনিসের ছবি পাওয়া যায়। ‘স্টাইল আইডিয়াস’ ফিচারটি ব্যবহার করে ফ্যাশন পণ্য সম্পর্কে ধারণা পাবেন ব্যবহারকারী।

এখনকার ফ্যাশন শিল্প বড় হয়ে যাওয়ায় ফ্যাশন-সচেতনতা বেড়েছে। তবে এর শুরুটা নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। যেমন ব্যাগ ও জিনসের সঙ্গে কোন জুতা জোড়া মেলানো যাবে, তা নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। ইমেজ সার্চের নতুন ফিচারে পছন্দমতো স্টাইল দেখার ও মেলানোর সুযোগ থাকবে। এখানে একই রকম নানা পণ্য ব্যবহারকারীর সামনে তুলে ধরবে গুগল।

অর্থাৎ, পছন্দ অনুযায়ী পণ্য পরখ করে দেখার সুযোগ পাবেন গুগল ব্যবহারকারী।
তথ্যসূত্র: গুগল

আপনার মন্তব্য

আলোচিত