সিলেটটুডে অনলাইন ডেস্ক

১১ মে, ২০১৭ ১৯:১৪

আসুসের নতুন ফোন ‘জেনফোন ৪ ম্যাক্স’ আসছে

জেনফোন ৪ ম্যাক্স নামে জনপ্রিয় জেনফোন সিরিজে একটি স্মার্টফোন আনতে পারে তাইওয়ানের প্রতিষ্ঠান আসুস। প্রতিষ্ঠানটির অফিশিয়াল সাপোর্ট পাতায় এর উল্লেখ করে বিষয়টি নিশ্চিত করেছে আসুস।

জেডসি ৫৫৪ কেএল মডেল নম্বর হিসেবে ফোনটি উল্লেখ করার পর দ্রুত তা সরিয়ে নেয়। একই ধরনের যন্ত্রাংশ নিয়ে জিএফএক্সবেঞ্চে আসুস এক্সজিরোজিরোআইডি কোডনামের একটি ফোনের তথ্য দেখা গেছে।

আসুসের নতুন এ ফোনটির তথ্য প্রথম প্রকাশ করে জিএসএমডোম নামের একটি ওয়েবসাইট। তাদের তথ্য অনুযায়ী, জেনফোন থ্রিএস ম্যাক্সের পরবর্তী সংস্করণ হিসেবে জেনফোন ফোর ম্যাক্স আনা হচ্ছে।

বেঞ্চমার্ক সাইটের তথ্য অনুযায়ী, নতুন ফোনটিতে অ্যান্ড্রয়েড ৭.১.১ নোগাট অপারেটিং সিস্টেম ব্যবহৃত হবে। এতে থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লে। এতে কোয়ালকম অক্টা-কোর প্রসেসর, তিন জিবি র‍্যাম, অ্যাড্রেনো ৫০৫ জিপিইউ থাকবে। এতে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। ফোনটির পেছনে দুটি ক্যামেরা থাকবে। একটি হবে ১২ মেগাপিক্সেল ও আরেকটি ৫ মেগাপিক্সেলের। ফোনটির সামনে থাকবে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

৩০ মে কম্পিউটেক্স তাইপে মেলা উপলক্ষে নতুন ফোনটির ঘোষণা দিতে পারে আসুস।
তথ্যসূত্র: এনডিটিভি

আপনার মন্তব্য

আলোচিত