সিলেটটুডে অনলাইন ডেস্ক

০৮ জুলাই, ২০১৭ ১৯:৫৯

নতুন আবহে স্ন্যাপচ্যাট

ছবি প্রকাশের অ্যাপ হিসেবে স্ন্যাপচ্যাট বেশ জনপ্রিয়। বিভিন্ন আবহে বা কণ্ঠে ছবি, ভিডিও ধারণ ও শেয়ার করতে স্ন্যাপচ্যাটের সর্বশেষ হালনাগাদে যুক্ত হয়েছে বিশেষ কিছু সুবিধা।

বুধবার (৫ জুলাই) স্ন্যাপচ্যাটের নতুন সংস্করণের সুবিধাগুলো অ্যান্ড্রয়েড ও আইওএস—দুই সংস্করণের জন্য উন্মুক্ত করা হয়।

নতুন সংস্করণে সবচেয়ে বড় যে সুবিধাটি যুক্ত করা হয়েছে, সেটি ব্যাকড্রপ। ছবির পটভূমি বা ব্যাকগ্রাউন্ডে বিশেষ সচিত্র আবহ যুক্ত করা যাবে ব্যাকড্রপের মাধ্যমে। ব্যাকড্রপ অনেকটা স্ন্যাপচ্যাটে থাকা এক ছবির ওপর আরেকটি ছবি যুক্ত করার মতোই। তবে ব্যাকড্রপে একটি বিশেষ আবহকে ছবিতে থাকা যেকোনো বস্তুর পেছনেও যুক্ত করা যাবে।

স্ন্যাপচ্যাটের নতুন সংস্করণে কণ্ঠস্বর পরিবর্তনেরও সুবিধা যোগ করা হয়েছে। তবে এবারের সংস্করণে চাইলে শুধু কণ্ঠস্বর পরিবর্তন করা যাবে ভিডিওতে। স্ন্যাপচ্যাটের মাধ্যমে একটি ভিডিও ধারণ করার পর একটি স্পিকার প্রতীক পর্দায় ভেসে উঠবে। যার মাধ্যমে ধারণ করা কণ্ঠস্বর শোনা কিংবা পরিবর্তনও করা যাবে।

নতুন সংস্করণের হালনাগাদে ‘পেপারক্লিপ’ নামের এক সুবিধায় ছবি ও ভিডিওর সঙ্গে প্রথমবারের মতো ওয়েব লিংক যুক্ত করার সুবিধা দেওয়া হয়েছে। এর জন্য অনেকেই দীর্ঘদিন ধরে স্ন্যাপচ্যাটের কাছে সুপারিশ করে আসছিলেন।
সূত্র: ম্যাশেবল

আপনার মন্তব্য

আলোচিত