সিলেটটুডে ডেস্ক

২০ ডিসেম্বর, ২০১৮ ২২:১৪

৯ পেজ ও ৬ আইডি বন্ধ করল ফেসবুক

নির্বাচনকে সামনে রেখে গুজব ছড়ানোর অভিযোগে বাংলাদেশ থেকে খোলা নয়টি পেজ ও ছয়টি আইডি বন্ধ করেছে ফেসবুক।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে ফেসবুক।

বন্ধ হওয়া পেজগুলোর মধ্যে আছে- বিবিসি-বাংলা নামে ভুয়া অ্যাকাউন্ট, বিডিএসনিউজ ২৪ ডটকম, নিউজদিনেররাত ২৪ ডটকম।

তবে কোন ছয়টি ফেসবুক আইডি বন্ধ করা হয়েছে এখনো সেই তথ্য প্রকাশ করেনি ফেসবুক।

ইন্টারনেটে নিরাপত্তা হুমকি মোকাবেলায় কাজ করে আসা গ্রাফিকা নামে একটি কোম্পানিকে দিয়ে তদন্ত করিয়ে এই পদক্ষেপ নেয় ফেসবুক।

ফেসবুক বলছে, বন্ধ করা পেজ ও আইডি থেকে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছিল।

আপনার মন্তব্য

আলোচিত