অনলাইন ডেস্ক

১৩ মার্চ, ২০১৯ ১১:৪৭

ক্যামেরা দেখে ফোন কেনেন ৮৯ শতাংশ মানুষ

স্মার্টফোন কেনার আগে ৮৯ শতাংশ মানুষ এর ক্যামেরার ছবি তোলার মান বিবেচনা করেন। এরপর দেখেন ব্যাটারি ও র‍্যাম।

সম্প্রতি ভারতের বাজারে চালানো এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

এ বছরের ফেব্রুয়ারি মাসে ভারতের আটটি শহরে ১৫ থেকে ৩০ বছর বয়সী ব্যক্তিদের মধ্যে এ সমীক্ষা চালায় সাইবার মিডিয়া রিসার্চ নামের একটি প্রতিষ্ঠান।

সমীক্ষায় দেখা গেছে, স্মার্টফোন কেনার আগে ৮৭ শতাংশ ব্যক্তি ব্যাটারি, ৭৯ শতাংশ র‍্যাম ও ৭২ শতাংশ ইন্টারনাল মেমোরি দেখার কথা বলেছেন।

মোবাইল ইন্ডাস্ট্রি কনজুমার ইনসাইট নামের ওই সমীক্ষায় বলা হয়েছে, স্মার্টফোন ক্রেতারা এখন বিভিন্ন ধরনের ব্র্যান্ড নিয়ে তুলনা করতে পছন্দ করেন। তাই কোনো ফোন কেনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তারা পণ্যের গুণমান মান যাচাই করেন। ৯২ শতাংশ ব্যক্তি পণ্যের মান দেখার কথা বলেছেন। এরপর ৯০ শতাংশ মানুষ বলেছেন স্মার্টফোনের কাজ দেখার কথা।

সাইবার মিডিয়া রিসার্চের বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোনের বাজার এখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যারা পণ্যের মান ভালো করতে পারবে, তারাই বড় অংশের গ্রাহক টানতে সক্ষম হবে।
তথ্যসূত্র: গ্যাজেটস নাউ

আপনার মন্তব্য

আলোচিত