০১ এপ্রিল, ২০২০ ২০:১৮
নিষেধাজ্ঞাসহ নানান প্রতিকূলতার মধ্যেও গত বছর প্রায় ১৯ দশমিক ১ শতাংশ আয় বেড়েছে আইসিটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ের। বছর শেষে সারাবিশ্বে কোম্পানিটির আয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১২৩ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮৫৮ দশমিক ৮ বিলিয়ন চীনা ইউয়ান), যা আগের বছরের চেয়ে যা প্রায় ১৯.১% বেশি।
মঙ্গলবার (৩১ মার্চ) চীনের শেনঝেন শহরে ২০১৯ সালের ব্যবসার নিজস্ব ব্যবসায়িক কর্মকাণ্ডের সবিস্তার বিবরণ সংবলিত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে হুয়াওয়ে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০১৯ সালে হুয়াওয়ের মোট লাভের পরিমাণ প্রায় ৬২.৭ বিলিয়ন ইউয়ান (৮.৮৩ বিলিয়ন মার্কিন ডলার) ছুঁয়েছে। এছাড়া পরিচালন কার্যক্রমে প্রতিষ্ঠানটির অর্থ লেনদেনের পরিমাণ সর্বোচ্চ ৯১.৪ বিলিয়ন ইউয়ানে (১২.৮৮ বিলিয়ন মার্কিন ডলার) পৌঁছেছে, অন্যান্য বছরের চেয়ে যা প্রায় ২২.৪% বেশি। প্রযুক্তিগত উদ্ভাবন ও গবেষণার লক্ষ্যে চলমান কর্মকাণ্ডের দীর্ঘ মেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে, ২০১৯ সালে অর্জিত রাজস্বের প্রায় ১৫.৩% হুয়াওয়ে বিনিয়োগ করেছে গবেষণা ও উন্নয়নখাতে, টাকার অঙ্কে যা প্রায় ১৩১.৭ বিলিয়ন ইউয়ান (১৮.৫ বিলিয়ন মার্কিন ডলার) সমান।
এই নিয়ে গত এক দশকে গবেষণা ও উন্নয়নখাতে প্রতিষ্ঠানটির ব্যয় করা মোট অর্থের পরিমাণ প্রায় ৬০০ বিলিয়ন ইউয়ান ছাড়ালো।
আপনার মন্তব্য