ওয়েব ডেস্ক

০৫ অক্টোবর, ২০১৫ ০৯:৪৬

টুইটারে স্নোডেনের ভুলের মাশুল !

পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ 'পলাতক' ব্যক্তি যখন টুইটারে যোগ দেন এবং খানিকটা ভুল করেন তখন কী হতে পারে? প্রশ্নটি আসলেই জটিল; আর তা যদি হয় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের মতো কোনো ব্যক্তি সম্পর্কে তাহলো তো কথাই নেই।
 
গোপন নথিপত্র ফাঁস করে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করার পর থেকে রীতিমতো সেলিব্রেটিই হয়ে আছেন স্নোডেন। বর্তমানে রাশিয়ায় থাকা স্নোডেন সব সময়ই বিশ্ব মিডিয়ার আকর্ষণের কেন্দ্রবিন্দুতেই থাকেন। গত ২০ সেপ্টেম্বর তিনি টুইটারে অ্যাকাউন্ট খোলেন। টুইটারে বর্তমানে ১২ লাখ ৬০ হাজার ফলোয়ার রয়েছেন স্নোডেনের; প্রতিনিয়তই এ সংখ্যা বাড়ছে। গত সপ্তাহে তার প্রথম টুইট এক লাখ ২০ হাজার বার 'রিটুইট' হয়েছে।
 
টুইটারে স্নোডেনের ভুল ও তার ফল
নোটিফকেশন পাওয়ার কথা জানিয়ে স্নোডেনের করা টুইটের স্ক্রিনশট
 
অ্যাকাউন্ট খোলার সময় নোটিফিকেশেন বন্ধ করতে ভুলে গিয়েছিলেন এ 'হইসেলব্লোয়ার'। এমন ভুলের 'পুরস্কারও' অবশ্য হাতেনাতেই পেয়েছেন তিনি।
 
স্নোডেনের ইমেইলে চলে আসে ৪৭ গিগাবাইট নোটিফিকেশন! প্রতিটি নোটিফিকেশনের জন্য আলাদা করে মেইলে পাঠিয়েছে গুগল! কয়েক লাখ ফলোয়ার থাকার মজাও নিশ্চয় ভালোই পাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক এ গোয়েন্দা।
 
সূত্র: এবিসি নিউজ

আপনার মন্তব্য

আলোচিত