আন্তর্জাতিক ডেস্ক

২১ মে, ২০২০ ১৮:৫২

আম্পান : ভারতের পশ্চিমবঙ্গে মৃত্যু বেড়ে ৭২

ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৭২ জন মারা গেছেন। এর মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ১৫ জনের। এছাড়া, উত্তর ২৪ পরগনায় ১৭ জন ও হাওড়ায় ৭ জন প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি থেকেও মৃত্যুর খবর এসেছে। বৃহস্পতিবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির।

বিজ্ঞাপন

বুধবার ঘূর্ণিঝড় আম্পান পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে। ১৮৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ে বহু ঘরবাড়ি ভেঙে পড়ে। করোনাভাইরাস পরিস্থিতিতে মানুষকে নিরাপদ জায়গায়. পৌঁছে দিতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় প্রশাসনকে।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগে এই ধরনের বিপর্যয় তিনি দেখেননি। তিনি বলেন, 'বহু মানুষ হতাহত হয়েছে। আমি ঘোষণা করছি, সাইক্লোন আম্পানে মৃতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে দেওয়া হবে।'

আপনার মন্তব্য

আলোচিত