সিলেটটুডে ডেস্ক

২৯ মে, ২০২০ ১২:৩৭

সংযুক্ত আরব আমিরাতে লকডাউন শিথিল হচ্ছে

ছবিঃ ইন্টারনেট

করোনা মহামারি ঝুঁকির মধ্যে স্বল্প পরিসরে লকডাউন খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত

স্বল্প পরিসরে লকডাউন খুলে দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই। ২৯শে জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর আক্রান্ত এবং নিহতের সংখ্যা বাড়তে থাকলে লকডাউনের সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।

লকডাউনে বন্ধ হয়ে যায় সংযুক্ত আরব আমিরাতের এয়ারপোর্টসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। শত শত কোটি ডলার ক্ষতি হতে থাকে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী দেশটির।

প্রায় চার মাস পর পরিস্থিতি কিছুটা উন্নতি হলে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নেয় দেশটি। এই সিদ্ধান্তে প্রাণ ফিরবে বলে মনে করছেন ব্যবসায়ী, সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের।

স্থানীয়রা জানান, পরিস্থিতি এখন উন্নতির দিকে। লকডাউন শিথিল করার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।

তবে, প্রত্যেককে কঠোর বিধি নিষেধ মেনে চলার ব্যাপারে সতর্ক করেছে কর্তৃপক্ষ। দেশটিতে করোনায় আক্রান্ত ৩২ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছে আড়াইশ'র বেশি।

আপনার মন্তব্য

আলোচিত