আন্তর্জাতিক ডেস্ক

০৪ জুলাই, ২০২০ ১১:০০

পাকিস্তানে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১৯

পাকিস্তানে শিখ তীর্থযাত্রী বোঝাই একটি বাসে ট্রেনের ধাক্কায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

শুক্রবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

মর্মান্তিক এ দুর্ঘটনায় মৃতদের অধিকাংশই পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের অধিবাসী। তাদের মধ্যে দুইজন শিশু বলে জানিয়েছে পুলিশ।

সরকারি এক কর্মকর্তা জানান, পাঞ্জাব প্রদেশের শেইখুপুরা শহরের কাছে একটি প্রহরীবিহীন রেলওয়ে ক্রসিংয়ে করাচি-লাহোর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বাসের ধাক্কা লাগে।

এতে বাসটির ১৯ যাত্রী মারা যায়। তাদের অধিকাংশই শিখ ধর্মাবলম্বী৷ তারা নানকানা সাহিব শহর থেকে তীর্থযাত্রা শেষে ফারুকাবাদে যাচ্ছিল।

বিবিসি জানায়, দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে। তবে হতাহতদের মধ্যে ট্রেনের কোনো যাত্রী নেই বলেই ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের রেলওয়েতে সম্প্রতি আরও বেশ কয়েকটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে।

গত বছর নভেম্বরে করাচি-রাওয়ালপিন্ডি রুটের একটি ট্রেনে আগুন ধরে ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল।

২০১৯ সালে পাকিস্তানের রেলওয়েতে এরকম ১শ’টির বেশি দুর্ঘটনা ঘটেছে।

আপনার মন্তব্য

আলোচিত