নিউজ ডেস্ক

২৯ জানুয়ারি, ২০১৫ ১২:০৭

আচমকা অপসারিত সুজাতা, ভারতের নতুন পররাষ্ট্রসচিব জয়শঙ্কর

মেয়াদ শেষ হওয়ার আট মাস আগে হঠাৎই বিদেশ সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হল সুজাতা সিংহকে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, তাঁর জায়গায় নতুন বিদেশ সচিব হচ্ছেন এস জয়শঙ্কর


মেয়াদ শেষ হওয়ার আট মাস আগে হঠাৎই বিদেশ সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হল সুজাতা সিংহকে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, তাঁর জায়গায় নতুন বিদেশ সচিব হচ্ছেন এস জয়শঙ্কর।
১৯৭৭ ব্যাচের আইএফএস (ইন্ডিয়ান ফরেন সার্ভিস) এস জয়শঙ্কর বর্তমানে আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত হিসাবে কর্মরত। অবসরগ্রহণের ঠিক দু’দিন আগে তাঁকে এই পদে নিযুক্ত করল সরকার।
বৃহস্পতিবার তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন। কী কারণে হঠাৎ করে সুজাতা সিংহকে সরানো হল তা এখনও জানা যায়নি। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন অ্যাপয়েন্টমেন্ট কমিটি অব ক্যাবিনেট বিদেশ সচিব পদে জয়শঙ্করকে নিয়োগের সিদ্ধান্ত নেয়। তাঁকে নতুন কোনও পদে বহাল করা হয়নি।


আপনার মন্তব্য

আলোচিত