সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৪ অক্টোবর, ২০১৫ ০১:০২

ফিলিস্তিনি ভেবে আরও এক ইহুদিকে গুলি করে হত্যা

ফিলিস্তিনি ভেবে আবারও এক ইহুদি নাগরিককে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সৈন্যরা। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে এটি এ ধরনের দ্বিতীয় ঘটনা।

ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রসেনফিল্ড জানান, বুধবার নিরাপত্তারক্ষীরা একটি চেকপোস্টে তার পরিচয়পত্র দেখতে চায়। কিন্তু সে পরিচয়পত্র না দেখিয়ে ওই সৈন্যকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপরে ওই সৈন্য তাকে গুলি করলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
 
হাসপাতালের একজন কর্মী জানান, ফিলিস্তিনি মনে করে তার মৃতদেহ আমি কালো ব্যাগে ঢোকাতে চেয়েছিলাম। কিন্তু পরে লক্ষ্য করি যে, সে একজন ইহুদি। আমি পুলিশকে বিষয়টি সঙ্গে সঙ্গেই অবহিত করি এবং সাদা ব্যাগে তার মৃতদেহ ঢুকাই।
 
উল্লেখ্য, গত রবিবার রাতেও ফিলিস্তিনি আক্রমণকারী ভেবে ভুল করে এক ইহুদিকে হত্যা করেছিল ইসরাইলি নিরাপত্তারক্ষীরা। 

আপনার মন্তব্য

আলোচিত