সিলেটটুডে ডেস্ক

০৫ নভেম্বর, ২০২০ ২২:০৮

ভোট গণনা বন্ধ রাখার দাবি ট্রাম্পের

২৬৪-২১৪ ইলেকটোরাল ভোটে পিছিয়ে থাকা রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভোট গণনা বন্ধ করার দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার ট্রাম্প টুইটারে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘‘গণনা বন্ধ করুন”।

নেভাদা ছাড়া বাকি সবগুলো রাজ্যে এগিয়ে আছেন ট্রাম্প। তবে নেভাদার ছয় ইলেকটোরাল ভোট জিতলেই হোয়াইট হাউসে যাওয়া হচ্ছে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের।

ট্রাম্প এগিয়ে আছেন পেনসিলভেনিয়ার মত গুরুত্বপূর্ণ ব্যালেটগ্রাউন্ডে। বলা হচ্ছে, বাইডেন ডাকযোগের ভোট বেশি পাচ্ছেন। আরও কয়েকটি রাজ্যেও একই অবস্থা। এ নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প।

পেনসিলভেনিয়ায় এখনও অনেক পোস্টাল ভোট গণনা বাকি আছে এবং সেগুলোর বড় অংশ বাইডেনের পক্ষে যাবে বলে ধারণা করা হচ্ছে। এই রাজ্যে ২০টি ইলেকটোরাল কলেজ ভোট থাকায় জয়-পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জয়ের আশা বাঁচিয়ে রাখতে ওই ভোট পেতে মরিয়া ট্রাম্প। শুরুর দিকের ফলাফলে মনে হচ্ছিল গত বারের মত এবারও এখানে ট্রাম্পই জিতবেন। কিন্তু পোস্টাল ভোট গণনা শুরু হওয়ার পর ব্যবধান কমতে শুরু করায় তিনি খেপে গেছেন।

আরেক ব্যাটলগ্রাউন্ড জর্জিয়ার একটি এলাকায় ভোট গণনা স্থগিতের দাবিতে মামলা করেছে ট্রাম্পের প্রচার শিবির। তাদের অভিযোগ, সেখানে নির্ধারিত সময়ের পর পৌঁছানো পোস্টাল ভোটও বিবেচনায় নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত