সিলেটটুডে ডেস্ক

০৭ জানুয়ারি, ২০২১ ১৬:০৫

প্রেসিডেন্ট হিসেবে বাইডেনকে অনুমোদন মার্কিন কংগ্রেসের

সিনেট এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভস পেনসিলভানিয়া এবং অ্যারিজোনা রাজ্যে ভোটের আপত্তি খারিজ করে দিয়ে ইলেকটোরাল ভোটকে অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। এর মাধ্যমে ডেমোক্রেট জো বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট এবং কমালা হ্যারিসকে পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয়ের নির্ধারক ইলেকটোরাল ভোটের হিসাবে ট্রাম্পের ২৩২টির বিপরীতে বাইডেনের পক্ষে আসে ৩০৬টি। এরপর দেশের বিভিন্ন স্টেটে নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে আদালতে গিয়ে বিফল হয় ট্রাম্প শিবির।

কংগ্রেসের অধিবেশন চলাকালীন বুধবার ট্রাম্পের সমর্থকরা কংগ্রেসের অধিবেশন চলাকালীন ক্যাপিটল ভবনে ঢুকে পড়লে কিছুক্ষণ অধিবেশন বন্ধ থাকে। তবে পরে আবার অধিবেশন শুরু হয়। এই ঘটনায় গুলিতে প্রাণ হারিয়েছেন চারজন।

রাজধানী ওয়াশিংটনে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টার কারফিউ ঘোষণা করা হয়েছে, কিন্তু সান্ধ্য আইন শুরু হবার পরও শত শত বিক্ষোভকারীকে রাজপথে জটলা পাকাতে দেখা গেছে। মৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত