আন্তর্জাতিক ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২১ ১৬:৩১

আফগানিস্তানে ২ নারী বিচারককে গুলি করে হত্যা

আফগানিস্তানে সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

রোববার (১৭ জানুয়ারি) দুই নারী বিচারক গাড়িতে আদালতে যাওয়ার সময় বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায় বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন আদালতের এক মুখপাত্র ।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকালে কাবুলের কালা-ই-ফাতহুল্লাহ এলাকায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। আদালতে যাওয়ার পথে দুই নারী বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। গাড়ির চালকও এতে আহত হয়েছেন।

সংবাদ প্রতিবেদন মতে, আফগান সরকার ও তালেবানের মধ্যে সমাঝোতা আলোচনার মধ্যেই সম্প্রতি দেশটিতে সহিংসতা বেড়েছে।

এতে আরও বলা হয়েছে, মূলত সাংবাদিক, মানবাধিকার কর্মী ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

তালেবানদের সঙ্গে শান্তিচুক্তির অংশ হিসেবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। বর্তমানে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা সদস্য আফগানিস্তানে অবস্থান করছেন। তাদেরকেও সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্র সরকারের।

আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট সম্প্রতি বিবিসি’কে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের মধ্যেই সম্প্রতি দেশে সহিংসতার ঝুঁকি বেড়েছে।’

সাম্প্রতিক হত্যাকাণ্ডের জন্য সন্দেহের তীর তালেবানদের দিকে থাকলেও এখন পর্যন্ত তারা কোনো হামলার দায় স্বীকার করেনি।

আপনার মন্তব্য

আলোচিত