সিলেটটুডে ডেস্ক

০৫ ফেব্রুয়ারি , ২০২১ ১৮:৪৭

এবার এনএলডি’র জ্যেষ্ঠ নেতা উইন গ্রেপ্তার

এবার গ্রেপ্তার করা হলো অং সান সু চির ঘনিষ্ঠ এক সহযোগীকে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের নির্বাচিত বেসামরিক নেত্রী সু চির অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ও ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) জ্যেষ্ঠ নেতা উইন তেইনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত সোমবার দেশটির সেনাবাহিনী সু চিসহ মিয়ানমারের প্রেসিডেন্ট ও সরকারের মন্ত্রীদের আটক করে। বর্তমানে তারা গৃহবন্দী অবস্থায় আছেন।

শুক্রবার উইন তেইন বিবিসিকে বলেন, ইয়াঙ্গুনের বাসভবন থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তাকে রাষ্ট্রদোহের আইনে গ্রেপ্তার করা হয়।

এদিকে গত তিন ফেব্রুয়ারি নেতাদের গ্রেপ্তার-আটকের ঘটনায় দেশটির ৩০টি শহরের ৭০টি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা ধর্মঘট শুরু করেছেন। নাগরিক অসহযোগ আন্দোলনের ব্যানারে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।

সুচির এনএলডির দুজন আইনপ্রণেতা জানান, রাজধানী একটি সরকারি হাউজিং কমপ্লেক্সে উন্মুক্ত বন্দীশালায় অন্তত ৪০০ আইনপ্রণেতাকে আটকে রাখা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত