আন্তর্জাতিক ডেস্ক

০৪ মার্চ, ২০২১ ১২:৪৪

তাজ মহলে বোমা হামলার আশঙ্কা

 বোমা হামলার আশঙ্কা তাজ মহল ঘিরে, তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়েছে এককালের সপ্তম আশ্চর্যের অন্যতম ভবনটির সব ফটক।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বাকি দিনের মতোই বৃহস্পতিবার সকাল থেকে ভিড় করেছিলেন পর্যটকেরা। হঠাৎ-ই অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোন করে পুলিশকে জানান, তাজ মহলে বোমা রাখা রয়েছে। খবর পাওয়ার পরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

দ্রুত খালি করে দেওয়া হয় তাজ মহল। বন্ধ করে দেওয়া হয় সব দরজা। এলাকা খালি করার কাজ করতে শুরু করে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ তাজ মহলে পৌঁছে যান বিস্ফোরক বিশেষজ্ঞরা। তারপর পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়। তারা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান।

পুলিশ বলছে, প্রথমে মনে করা হয়েছিল আলিগড় থেকে ফোন আসছে, পরে ফিরোজাবাদ থেকেও ফোন পাওয়া যায়।

ছয় মাস বন্ধ থাকার পর গত সেপ্টেম্বরে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় তাজ মহল। করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে ওই বছরের ১৭ মার্চ থেকে বন্ধ ছিল তাজ মহলের দরজা। তবে বেশ কিছু বিধিনিষেধ মেনেই এখনো পরিদর্শন করতে হচ্ছে পর্যটকদের।

নিয়ম অনুযায়ী প্রতিদিন মাত্র পাঁচ হাজার পর্যটককে ঢুকতে দেওয়া হচ্ছে। দুপুর ২টার আগে আড়াই হাজার এবং বাকিরা এরপর।

প্রতি বছর প্রায় ৭০ লাখ পর্যটক ঘুরতে আসেন তাজ মহলে। আর আগ্রা ফোর্টে আসেন ৩০ লাখ। এই দুটি পর্যটন কেন্দ্র থেকে বিপুল আয় হয় উত্তরপ্রদেশ সরকারের। এমন এক ঐতিহাসিক সৌধে হঠাৎ বোমা আতঙ্কে কিছুটা নড়ে গিয়েছে আদিত্যনাথ যোগীর প্রশাসন।

আপনার মন্তব্য

আলোচিত