সিলেটটুডে ডেস্ক

১২ মার্চ, ২০২১ ১৪:২৪

আফগানিস্তানে মেয়েদের গান গাওয়া নিষিদ্ধ

আফগানিস্তানে ১২ বছরের বেশি বয়সী মেয়ে শিক্ষার্থীদের অনুষ্ঠানাদিতে গান গাওয়া নিষিদ্ধ করা হয়েছে।

দেশটির শিক্ষা মন্ত্রণালয় বুধবার এ-সংক্রান্ত নির্দেশ জারি করে বলে ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে জঙ্গি সংগঠন তালেবানের শান্তিচুক্তি নিয়ে আলোচনা চলছে। চুক্তি হলে তালেবান আফগানিস্তানে ফের ক্ষমতায় আসতে পারে, এ নিয়ে দেশটির জনগণের মধ্যে শঙ্কা কাজ করছে। এমন পরিস্থিতিতে আফগান সরকার এ সিদ্ধান্ত নিল।

কাবুলভিত্তিক নিউজ চ্যানেল আরিয়ানা নিউজ টুইটারে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তসংবলিত চিঠি শেয়ার করে। এতে বলা হয়, ১০০ শতাংশ দর্শক নারী এমন অনুষ্ঠানেই কেবল ১২ বছরের অধিক বয়সী স্কুলছাত্রীরা গান গাইতে পারবে।

জার্মানিভিত্তিক বার্তা সংস্থা ডিপিএর প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিবা আরিয়ান ওই চিঠির সত্যতা নিশ্চিত করেছেন। দেশটির সব প্রদেশে এ সিদ্ধান্ত বলবৎ হবে বলেও জানান তিনি।

শিক্ষার্থী ও অভিভাবকদের পরামর্শের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান নাজিবা আরিয়ান।

অনলাইন সংবাদমাধ্যম কাবুল নাওয়ের প্রতিবেদনে বলা হয়, পুরুষ সংগীত শিক্ষকরাও ছাত্রীদের আর গান শেখাতে পারবেন না। শিক্ষা মন্ত্রণালয়ের এসব সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্বে থাকবে স্কুল অধ্যক্ষরা।

এদিকে আফগান সরকারের এ সিদ্ধান্তে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকে এসব সিদ্ধান্তকে তালেবানের আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ মনে করছেন।

আপনার মন্তব্য

আলোচিত