আন্তর্জাতিক ডেস্ক

১৪ নভেম্বর, ২০১৫ ০৫:৪৩

ফ্র্যান্সের প্যারিসে বোমা হামলা, জরুরী অবস্থা জারি

ফ্রান্সের রাজধানী প্যারিসে দফায় দফায় বোমা হামলা্র ঘটনা ঘটেছে। বোমা হামলায় ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফ্র্যান্স পুলিশ। প্যারিস শহরের কয়েকটি এলাকা এবং স্টেডিয়ামে প্রায় একই সময়ে বোমা হামলা চালানো হয়।

বাতাক্লা আর্ট সেন্টারের সামনে এখনো গোলাগুলি চলছে বলে জানা গেছে। সেখানে কয়েকজনকে জিম্মি করে রাখারও খবর পাওয়া গেছে। জার্মানির বিপক্ষে ফ্রান্সের ফুটবল টিমের খেলা চলার সময় স্টেড দ্য ফ্রান্স নামের স্টেডিয়ামটিতে বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। সে সময় ফরাসি প্রেসিডেন্ট ফাঁসোয়া ওঁলাদ স্টেডিয়ামে খেলা দেখছিলেন বলে জানা গেছে।

শহরের একটি এশিয়ার রেস্তোরার সামনে অন্তত দশজনকে পড়ে থাকতে দেখেছেন বিবিসির একজন সংবাদদাতা।

একজন বন্দুকধারীকে আধা স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে গুলি চালাতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন। 

প্রেসিডেন্ট ফাঁসোয়া ওঁলাদ জরুরী অবস্থা জারি করেছেন।

 

আপনার মন্তব্য

আলোচিত