ইন্টারন্যাশনাল ডেস্ক

১৪ নভেম্বর, ২০১৫ ১১:১৫

হামলাকারীদের ক্ষমা করা হবে না, ভিডিওবার্তায় ওলাঁদ

এক ভিডিওবার্তায় ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, এমন হত্যাকাণ্ডের পর আক্রমণকারীদের কোনোভাবেই ক্ষমা করা হবে না। এরপর আর একটিও যেন এমন ঘটনা না ঘটে সেজন্য ফ্রান্সের সরকার সচেতন রয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যারিসের একাধিক স্থানে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় দেড় শতাধিক লোক নিহত হয়। দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

হামলার পরপরই জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় ওলাঁদ বলেন, আগে কখনো হয়নি এমন অনেক হামলা এখন প্যারিসে সংঘটিত হচ্ছে। হামলায় অনেক অনেক মানুষ মারা গেছে, অনেকেই আহত। খুবই ভয়াবহ অবস্থা।

তিনি বলেন, ভয়াবহ এই হামলার পর আমি এরই মধ্যে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছি। হুমকিগুলোকে মোকাবেলা করা এবং পুরো দেশকে নিরাপদ করে তুলতে এই সিদ্ধান্ত নিয়েছি।

সেনাবাহিনী মোতায়েনের কথা উল্লেখ করে ওলাঁদ বলেন, আর কোনো সন্ত্রাসী হামলা যেন না ঘটে সেই ব্যবস্থা আমরা করবো।

আপনার মন্তব্য

আলোচিত