লন্ডন প্রতিনিধি

১৯ জুন, ২০২১ ১৩:২৯

ব্রিটিশ এমপির বিরুদ্ধে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে

১৫ বছরের এক কিশোরীকে যৌন হয়রানীর দায়ে কনজারভেটিভ পার্টির এমপি ইমরান আহমদ খানের বিচার শুরু হয়েছে। গত বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়।

পরে শুনানি শেষে প্রধান ম্যাজিস্ট্রেট এমপি ইমরান খানকে কোনো শর্ত ছাড়াই তাকে জামিনে মুক্তি দিয়ে মামলাটি ওল্ড বেইলি আদালতে পাঠিয়েছেন। আগামী ১৫ জুলাই ওল্ড বেইলিতে মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

৪৭ বছর বয়সী ইমরান আহমদ খান ২০১৯ সালে ওয়েস্ট ইয়র্কশায়ারের ওয়াকফিল্ড আসনে কনজারভেটিভ পার্টির এমপি নির্বাচিত হন। ২০০৮ সালে স্টাফোর্ডশয়ারে কিশোরকে যৌন হয়রানী করেন বলে কোর্টে জানানো হয়েছে। যদিও যৌন হয়রানীর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন এমপি ইমরান আহমদ খান।

এদিকে কনজারভেটিভ পার্টির এক মুখপাত্র জানিয়েছেন, অভিযোগ উত্থাপনের পরপরই এমপি ইমরান খানকে দলীয় হুইপ থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি এখন থেকে স্বতন্ত্র এমপি হিসেবে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবেন।

আপনার মন্তব্য

আলোচিত