আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুলাই, ২০২১ ১৭:৩৫

অলিম্পিকের শহরে দৈনিক শনাক্তে রেকর্ড

অলিম্পিক গেমসের শহর টোকিওতে আজ মঙ্গলবার সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। সেখানে একদিনে শনাক্ত হয়েছেন দুই হাজার ৮৪৮ জন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্ট গণমাধ্যমকে জানিয়েছে, এর আগে রাজধানী শহরটিতে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছিল গত ৭ জানুয়ারি। সেদিন শনাক্ত হয়েছিলেন দুই হাজার ৫২০ জন।

টোকিওতে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্তের ঘটনা ঘটলো এমন এক সময় যখন সেখানে ২০২০ সালের অলিম্পিক গেমস চলছে। অলিম্পিক শুরুর চতুর্থ দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড দেখল আয়োজক শহরটি।

গেমসের আয়োজকরা বলেছেন, আজ শনাক্ত হওয়াদের মধ্যে অন্তত ১৬০ জন রয়েছেন যাদের আক্রান্ত হওয়ার পেছনে এই আয়োজনের সংযোগ রয়েছে। করোনা রোধে জাপানের রাজধানীতে জরুরি অবস্থা চলছে। এটি চলবে আগামী ২২ আগস্ট পর্যন্ত।

আপনার মন্তব্য

আলোচিত