আন্তর্জাতিক ডেস্ক

৩০ আগস্ট, ২০২১ ১৩:৫২

আগফান মেয়েদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনার অনুমতি

আফগান মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার অনুমতি দিয়েছে তালেবান কর্তৃপক্ষ। তবে ছেলেমেয়েরা একই শ্রেণিকক্ষে পড়তে পারবে না বলে জানিয়েছে তারা।

তালেবানের নিয়োগ করা ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি রোববার এ কথা জানিয়েছেন।

এদিন রাজধানী কাবুলের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত দেন তিনি।

আবদুল বাকি বলেন, ‘আফগানরা উচ্চ শিক্ষা অবশ্যই চালিয়ে যেতে পারবেন। তবে শরিয়তি আইন মেনেই। ছেলে ও মেয়েরা একই শ্রেণিকক্ষে পড়াশোনা করতে পারবেন না।’

তিনি বলেন, ‘ইসলাম এবং রাষ্ট্রের ঐতিহ্য, সংস্কৃতি মেনে নতুন একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলা হবে।’

ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী বলেন, শিগগিরই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে। শিক্ষক এবং মন্ত্রণালয়ে কর্মরতদের বেতন পরিশোধ করা হবে।

গত ১৫ আগস্ট কাবুল নিয়ন্ত্রণের পরই হেরাত প্রদেশে প্রথম ফতোয়া জারি করে স্থানীয় তালেবান প্রশাসন জানিয়েছিল, সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা একসঙ্গে পড়াশোনা করতে পারবেন না।

তালেবান নেতা মোল্লা ফরিদ বলেছিলেন, ‘ছেলেমেয়েদের একসঙ্গে পড়াশোনা বন্ধ করতে হবে। মহিলা অধ্যাপকেরা শুধু মেয়েদের পড়াতে পারবেন।’

তালেবান কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিশেষ সমস্যা হবে না। তবে শিক্ষার্থী কম হওয়ায় বেকায়দায় পড়তে পারে বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো।

আপনার মন্তব্য

আলোচিত