আন্তর্জাতিক ডেস্ক

১২ মার্চ, ২০২২ ১৩:৪৪

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৭

ভারতের রাজধানী দিল্লির গোকালপুরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজন নিহত হয়েছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। এতে ৬০টি ঘর পুড়ে গেছে। গতকাল শুক্রবার (১১ মার্চ) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে শনিবার (১২মার্চ) ভোরের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। খবর এনডিটিভি।

শনিবার দিল্লির ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, কর্মকর্তারা ঘটনাস্থল থেকে ৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-পূর্ব) দেবেশ কুমার মাহলা বলেন, শুক্রবার মধ্যরাত ১টার দিকে আগুনের খবর পাওয়া যায়। এরপর পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে যায়। আজ শনিবার ভোর ৪টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে ৬০টি ঘর পুড়ে গেছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এক টুইটে তিনি বলেন, ‘সকালেই দুঃখজনক খবর শুনেছি। আমি ঘটনাস্থলে যাব এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করব।’

আপনার মন্তব্য

আলোচিত