সিলেটটুডে ডেস্ক

১৮ মার্চ, ২০২২ ১৩:০৫

ইউক্রেনের বিমানবন্দরে হামলা

ইউক্রেনের পশ্চিমাঞ্চলের শহর লভিভের বিমানবন্দরে হামলা চালিয়েছে রুশ বাহিনী।

বিবিসির সাংবাদিক হুগো বাচেগা জানিয়েছেন, শুক্রবার (১৮ মার্চ) স্থানীয় সময় সকাল ছয়টায় এয়ার সাইরেন বাজানো হয়। এসময় আমরা হোটেলের জানালা দিয়ে দেখতে পাই দূরের কোনো একটি স্থান তীব্র ধোঁয়ায় ছেয়ে আছে।

বিবিসির খবরে বলা হয়, অনেকে বলছেন লভিভ বিমানবন্দরে হামলা করেছে রুশ বাহিনী। তবে এ বিষয়ে এখনো কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরু থেকেই দেশটির পশ্চিমাঞ্চলে হামলা অব্যাহত রাখা হয়েছে। গত রোববার পোল্যান্ড সীমান্তবর্তী ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে হামলা করা হয়। এতে ৩৫ জনের মৃত্যু হয়।

আপনার মন্তব্য

আলোচিত