সিলেটটুডে ডেস্ক:

১৮ মার্চ, ২০২২ ২১:৩৫

‘ইউক্রেন যুদ্ধের জন্য ন্যাটো দায়ী’

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের জন্য পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে দোষারোপ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বৃহস্পতিবার পার্লামেন্টে তিনি ন্যাটোর সমালোচনা করেন। রাশিয়াকে নিন্দা করার আহ্বানে সাড়া দেবেন না বলেও জানিয়েছেন তিনি।

রামাফোসা বলেছেন, 'এই যুদ্ধ এড়ানো যেত, যদি ন্যাটো বছরের পর বছর ধরে তার নিজ নেতা ও কর্মকর্তাদের মধ্যে থেকে উচ্চারিত হয়ে আসা সতর্কবার্তায় কান দিত। পূর্বদিকে মস্কোর দোরগোড়ায় ন্যাটো সম্প্রসারণ অঞ্চলটিতে ছোটখাট নয়, বরং বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। খবর সিটিজিএন আফ্রিকার।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা তার বক্তব্যে বলেছেন, পুতিন ব্যক্তিগতভাবে তাকে আশ্বস্ত করে বলেছেন, আলোচনার অগ্রগতি হচ্ছে।

রামাফোসার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস পার্টির (যে দলটি ১৯৯৪ সালে শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের অবসানের পর থেকে দক্ষিণ আফ্রিকা শাসন করে আসছে) দৃঢ় সম্পর্ক ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে। স্নায়ুযুদ্ধের সময় বর্ণবাদ বিরোধী কর্মীদের প্রশিক্ষণ দেওয়াসহ সমর্থন করেছিল এই দল।

আপনার মন্তব্য

আলোচিত