আন্তর্জাতিক ডেস্ক

২১ মার্চ, ২০২২ ১৪:১৯

ইউক্রেনের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার জোড়া ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী।

সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় রিভনের এলাকার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে এই হামলা চালায় রাশিয়া। স্থানীয় আঞ্চলিক প্রশাসনের প্রধান কর্মকর্তা ভিতালি কোভাল এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

একটি ভিডিও বার্তায় তিনি বলেন, সোমবার সকালে জোড়া এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। তবে বিবিসি নিরপেক্ষভাবে ইউক্রেনের এই দাবি যাচাই করতে পারেনি।

উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে সোমবার ২৬তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৫ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।

আপনার মন্তব্য

আলোচিত