সিলেটটুডে ডেস্ক

২৪ মার্চ, ২০২২ ০১:২৬

যুদ্ধের ব্যাপ্তি বাড়তে দিতে চায় না ন্যাটো

উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, ইউক্রেনকে সহায়তায় যা করা দরকার আমরা সব কিছু করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে ইউক্রেনের বাইরে যেন যুদ্ধ ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে ন্যাটোর ‘দায়িত্ব’ রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ব্রাসেলস সফরের আগে সাংবাদিকদের এ কথা বলেন ন্যাটো মহাসচিব। খবর বিবিসির।

ব্রাসেলসে ন্যাটো জোটের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কথা বলার কথা রয়েছে বাইডেনের।

স্টোলটেনবার্গ বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন অত্যন্ত নিষ্ঠুর। একই সঙ্গে সেখানে মানুষের ভোগান্তি দেখতে ভয়ানক লাগে।

তিনি বলেন, ন্যাটোর সদস্যরা মৌলিকভাবে পরিবর্তিত নিরাপত্তা পরিবেশের মুখোমুখি হয়েছে। অন্যদিকে কর্তৃত্ববাদী সরকারগুলো বলপ্রয়োগে প্রস্তুত।

স্টোলটেনবার্গ বলেন, আমি আশা করি, আমরা এ সংকটে চীনের ভূমিকা স্পষ্ট করতে সক্ষম হবো। ‘নির্লজ্জ মিথ্যা ও গুজব’ ছড়িয়ে চীন রাশিয়াকে রাজনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা।

আপনার মন্তব্য

আলোচিত