সিলেটটুডে ডেস্ক

২৪ মার্চ, ২০২২ ০১:৩০

রাশিয়ার অর্থনীতির আঘাতের কথা স্বীকার পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে হামলার কারণে বিদেশে রাশিয়ার সম্পদ জব্দ হওয়ায় আস্থা নষ্ট হয়ে গেছে এবং পশ্চিমাদের আরোপ করা নিষেধাজ্ঞায় দেশের অর্থনীতি কঠিন আঘাত পেয়েছে।

বুধবার রুশ সরকারের শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। খবর বিবিসির।

ইউক্রেনে হামলা চালানোর পর থেকে রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ নানা দেশ। ইতোমধ্যে বিভিন্ন দেশ রাশিয়ার সম্পদ জব্দ শুরু করেছে।

‘অবন্ধুসুলভ’ দেশে রুবলে গ্যাস বিক্রি

পুতিন বলেছেন, রাশিয়ার গ্যাসের মূল্য যেন রুবলে পরিশোধ করা হয় সে জন্য ‘অবন্ধুসুলভ দেশগুলোকে’ চাপ দেওয়া শুরু করবে মস্কো।

এ জন্য পথ খুঁজে বের করতে দেশটির কেন্দ্রীয় ব্যাংককে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

পুতিন বলেন, আগে সই করা চুক্তি অনুসরণ করে রাশিয়া অবশ্যই ভলিউম ও মূল্য অনুযায়ী প্রাকৃতিক গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে। এই পরিবর্তন শুধু অর্থপ্রদানের মুদ্রার বিষয়ে হবে। মুদ্রা হিসেবে রাশিয়ান রুবল ব্যবহার করা হবে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা।

আপনার মন্তব্য

আলোচিত