আন্তর্জাতিক ডেস্ক

২৯ মার্চ, ২০২২ ১২:৩৪

রুশ ধনকুবের আব্রামোভিচকে বিষ প্রয়োগের অভিযোগ

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মধ্যস্থতার জন্য আয়োজিত বৈঠকে রুশ ধনকুবের রোমান আব্রামোভিচকে বিষ প্রয়োগ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। ওই বৈঠকে থাকা ইউক্রেনের প্রতিনিধিদলের দুই সদস্যও বিষ প্রয়োগের শিকার হয়েছিলেন বলে অভিযোগ করা হচ্ছে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

অভিযোগ উঠেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শান্তি আলোচনা ব্যাহত করতে রুশ কট্টরপন্থিরা এ বিষ প্রয়োগ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ওই বৈঠক শেষে অসুস্থ হওয়ার পর বর্তমানে রোমান আব্রামোভিচ সুস্থ রয়েছেন।

রোমান আব্রামোভিচ ইংলিশ ফুটবল ক্লাব চেলসির মালিক। পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ ধনকুবেরদের মধ্যে একজন তিনি।

বৈঠকের পর আব্রামোভিচের মধ্যে বিষক্রিয়ার বিভিন্ন লক্ষণ দেখা গিয়েছিল বলে জানা গেছে। এর মধ্যে চোখ লাল হওয়া, ত্বক খসে যাওয়া ও শরীরে ব্যথা হওয়ার মতো লক্ষণ দেখা গিয়েছিল।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শুরুর দিকে কিয়েভে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় যোগ দিয়েছিলেন রোমান আব্রামোভিচ। এর পর থেকেই তাঁর শরীরে বিষক্রিয়ার প্রভাব দেখা যায় বলে দাবি করা হচ্ছে। যদিও কী কারণে এমন লক্ষণ দেখা গেছে এটি নিশ্চিতভাবে জানা যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত