সিলেটটুডে ডেস্ক

০৩ এপ্রিল, ২০২২ ০১:৩৯

গ্যাস পাবে না যুক্তরাজ্য

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি ও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাজ্য রাশিয়ার গ্যাজপ্রম ব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ায় দেশটি মস্কোর কাছ থেকে গ্যাস কিনতে পারবে না।

শনিবার তিনি গণমাধ্যমকে এ কথা বলেন বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

যুক্তরাজ্যই একমাত্র দেশ যারা রাশিয়ার গ্যাজপ্রম ব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। গ্যাজপ্রমের মাধ্যমেই রুশ প্রাকৃতিক গ্যাসের জন্য অর্থ পরিশোধ করা হয়। ফলে এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ায় যুক্তরাজ্যের পক্ষে রুশ গ্যাস কেনা সম্ভব হবে না।

পেসকভ বলেন, 'লন্ডন রুশ-বিরোধী সবকিছুর নেতা হতে চায়। এমনকি ওয়াশিংটনের চেয়েও এগিয়ে থাকতে চায়! এটা এর ফল।'

গত ৩১ মার্চ পুতিন একটি আদেশে সই করেন। এতে বলা হয়, 'অবন্ধুসুলভ দেশগুলো' যদি রাশিয়ার গ্যাস কিনতে চায়, তাহলে অর্থ পরিশোধের জন্য তাদের গ্যাজপ্রম ব্যাংকে বিশেষ রুবল ও বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্ট খুলতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত