সিলেটটুডে ডেস্ক

১১ ডিসেম্বর, ২০১৫ ২৩:৪৪

কাবুলে স্পেনের দূতাবাসে হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে স্পেনের দূতাবাসে জঙ্গি হামলা হয়েছে। এতে কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময় শুক্রবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কাবুলে তাদের দূতাবাসে হামলা হয়েছে।

তালেবান জঙ্গিরা এ হামলার দায় স্বীকার করেছে।

আফগান তালেবানের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, কাবুলে একটি ‘বিদেশি গেস্ট হাউজের’ বাইরে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানোর পর তাদের যোদ্ধারা ভেতরে অবস্থান নিয়েছে।

হতাহতদেরকে কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে। স্প্যানিশ এক পুলিশ আহত হওয়ার কথা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় ।

কান্দাহার বিমানবন্দরে তালেবান হামলায় অন্তত ৫০ জনের মৃত্যুর ঘটনার পর এ হামলা হল।

আফগান নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, ৭ জঙ্গি হামলায় জড়িত।

হামলার পরপরই দুই স্প্যানিশ কূটনীতিক কম্পাউন্ড ছেড়ে পালিয়ে যান এবং ঘটনাস্থলে আফগান ও স্প্যানিশ নিরাপত্তা কর্মকর্তারা পৌঁছেন বলে খবর পাওয়া গেছে।

আফগান পুলিশ জানিয়েছে, জঙ্গিরা দূতাবাস কম্পাউন্ডে কয়েকটি সশস্ত্র যান জ্বালিয়ে দিয়েছে। প্রাথমিক বিস্ফোরণে দুটো বাড়িতে আগুন ধরে গেছে।

“হামলাকারীরা লুকিয়ে আছে। সব রাস্তা বন্ধ করে দিয়ে তাদের খোঁজ চলছে” বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

আপনার মন্তব্য

আলোচিত