সিলেট টুডে ওয়েব ডেস্ক

০৬ ফেব্রুয়ারি , ২০১৫ ২১:৫৭

ইন্টারনেট-আসক্তি কাটাতে হাত কাটল চিনা তরুণ

ইন্টারনেট আসক্তি কাটাতে বিপজ্জনক পথ বেছে নিল চিনের এক তরুণ। নিজের হাত কেটে ইন্টারনেট-নেশা থেকে মু্ক্তির উপায় খুঁজল সে

ইন্টারনেট আসক্তি কাটাতে বিপজ্জনক পথ বেছে নিল চিনের এক তরুণ। নিজের হাত কেটে ইন্টারনেট-নেশা থেকে মু্ক্তির উপায় খুঁজল সে। এদিন সকালে মা-কে একটি চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়েছিল ১৯ বছরের জিয়াংসুর নান্টুং ওই তরুণ। চিঠিতে সে লেখে, মা, আমি কিছুক্ষণের জন্য হাসপাতালে যাব, চিন্তা করো না, আমি সন্ধের মধ্যেই ফিরে আসব।

জানা গেছে, বাড়ির বাইরে একটি বেঞ্চে বসে ছুরি দিয়ে নিজের বাঁ হাতের কব্জিতে ছুরি চালায় লিটল ওয়াং নামের ওই তরুণ। রক্তপাতের কারণে সে মাটিতে পড়ে যায়। ওই অবস্থাতেই একটি ট্যাক্সি ডেকে হাসপাতালে নিয়ে যেতে বলে ওই তরুণ। হাসপাতালে তার হাতের ক্ষত মেরামত করা সম্ভব হয়েছে। কিন্তু তার ওই হাত পুরোপুরি সচল হবে কিনা, এ সম্পর্কে কোনও আশার বাণী শোনাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

 সরকারি হিসেবেই চিনে ইন্টারনেট আসক্তের সংখ্যা প্রায় আড়াই কোটি।বেজিং-ই ইন্টারনেট আসক্তদের জন্য একটি রিহ্যাব সেন্টার চালান সেনাবাহিনীর এক মনস্তত্ত্ববিদ। তিতি জানিয়েছেন, চিনের নয়া প্রজন্মের প্রায় ১৪ শতাংশই ইন্টারনেট-আসক্ত। তারা খেলা ও ঘুমানো ছাড়া অন্য কোনও কাজ করে না।

আপনার মন্তব্য

আলোচিত