আন্তর্জাতিক ডেস্ক

০৫ জুলাই, ২০২২ ১৪:০৪

ইতালিতে ৭০ বছরের মধ্যে সর্বোচ্চ খরা, জরুরি অবস্থা জারি

৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে ইতালির উত্তরাঞ্চলের পো নদীর তীরবর্তী এলাকা। ইতালি সরকার এ পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ জরুরি অবস্থা চলবে।

উত্তর ইতালির এমিলিয়া-রোমাগনা, ফ্রিউলি ভেনেজিয়া গিউলিয়া, লোমবার্ডি, পিয়েদমন্ত এবং ভেনেতো অঞ্চলে এ জরুরি অবস্থা জারি করা হয়। এসব এলাকায় পানির ঘাটতি মেটাতে ৩৬.৫ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

ইতালির কৃষি ইউনিয়ন কোল্ডিরেত্তির তথ্য অনুযায়ী, চলতি খরার কারণে ইতালির ৩০ শতাংশ কৃষি উৎপাদন হুমকির মুখে পড়েছে। বেশ কয়েকটি শহর ইতিমধ্যে জলের রেশনিং ব্যবস্থা ঘোষণা করেছে।

এবছর শীত ও বসন্ত জুড়ে ইতালিতে অস্বাভাবিক গরম আবহাওয়া এবং কম বৃষ্টিপাত উত্তর ইতালিতে জলের ঘাটতি বাড়িয়ে দিয়েছে। ইতালি সরকার বলেছে, বর্তমান পরিস্থিতিতে বিশেষ ক্ষমতা দিয়ে মোকাবিলার জন্যই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ইতালির দীর্ঘতম নদী হলো পো। নদীটির দৈর্ঘ্য ৬৫০ কিলোমিটারেরও বেশি। উত্তর ইতালিতে কৃষকদের পানির প্রধান উৎস পো নদী। পো উপত্যকার কৃষকরা বলছেন, সমুদ্রের লবণাক্ত পানি এখন এ নদীতে মিশে গেছে। এর ফলে ফসল নষ্ট হচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি এ অবস্থার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত