আন্তর্জাতিক ডেস্ক

১৩ জুলাই, ২০২২ ১৪:১৩

শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পলায়নের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। এরপরই তিনি দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন। এছাড়া ওয়েস্টার্ন প্রভিন্সে কারফিউ জারি করেছেন তিনি।

দাঙ্গাবাজ মনোভাবপন্ন লোকজন ও তাদের বহনকারী যানবাহন জব্দ করার নির্দেশও দেয়া হয়েছে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের নির্দেশনায়। জনরায় উপেক্ষা করেই রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা। খবর এনডিটিভির

এর আগে কলম্বোর ফ্লাওয়ার রোডে রনিল বিক্রমাসিংহের অফিসের সামনে বিক্ষোভকারীরা সমবেত হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বিক্ষোভকারীরা বিক্রমাসিংহের পদত্যাগ দাবি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

শ্রীলঙ্কায় ২০ জুলাই পার্লামেন্টের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন করা হবে।

এর আগে মঙ্গলবার (১২ জুলাই) দিবাগত রাতে একটি সামরিক বিমানে প্রতিবেশী মালদ্বীপে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া।

এএফপির প্রতিবেদনে বলা হয়, মধ্যরাতে স্ত্রী ও এক দেহরক্ষীসহ ৪জন যাত্রী নিয়ে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে রওনা করেন গোতাবায়া। সামরিক বাহিনীর পরিবহন বিমান অ্যান্তোনভ–৩২ এ করে দেশ ছাড়েন তারা।

আপনার মন্তব্য

আলোচিত