আন্তর্জাতিক ডেস্ক

২৫ জুলাই, ২০২২ ১২:০২

বঙ্গবিভূষণ পুরস্কার নিচ্ছেন না অমর্ত্য সেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার বঙ্গবিভূষণ নিচ্ছেন না অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ।

সোমবার (২৫ জুলাই) এ পুরস্কার দেওয়া হবে। অমর্ত্য সেন কী কারণে পুরস্কার গ্রহণ করবেন না তা স্পষ্টভাবে জানানো হয়নি।

অমর্ত্য সেনের মেয়ে ও সিনেমা নির্মাতা অন্তরা সেন সংবাদমাধ্যমকে বলেন, ইতিপূর্বে তার বাবা অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তিনি চান, এবার এ পুরস্কার নতুন কাউকে দেওয়া হোক।

চলতি বছর এ পুরস্কারের তালিকায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অর্থনীতিবিদ কৌশিক বসু, নাট্যব্যক্তিত্ব দেবশংকর হালদারসহ আরও অনেকে রয়েছেন।

বঙ্গবিভূষণের পাশাপাশি আজ (২৫ জুলাই) ‘বঙ্গভূষণ’ পুরস্কারও শিল্পীদের দেওয়া হবে। এ তালিকায় রয়েছেন কৌশিকী চক্রবর্তী, শ্রেয়া ঘোষাল, শিল্পী অরিজিৎ সিং, তবলা বাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়, অভিনেতা দেব।

আপনার মন্তব্য

আলোচিত