আন্তর্জাতিক ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০২২ ১২:২৭

বাকিংহামে কফিনবন্দি রানি

বাকিংহাম প্যালেসে রাজা চার্লস ও রাজপরিবারের অন্যান্য সদস্যরা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন গ্রহণ করেছেন। এ সময় রানির কফিন আসা উপলক্ষে প্রবল বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় সারিবদ্ধভাবে হাজারো মানুষ অবস্থান করছিল।

বিমানবন্দর থেকে বাকিংহাম প্যালেসের দিকে রানির কফিনবাহী গাড়ি দেখতেও রাস্তার দুই পাশেই ভিড় করে মানুষ।

আল জাজিরার নেভ বার্কার পুরো ঘটনাকে একটি গভীর ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ননা করেছেন।

রানির কফিন বুধবার গান ক্যারেজে করে ওয়েস্টমিনিস্টার হলে নিয়ে যাওয়া হবে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ৪ দিন কফিন সেখানেই থাকবে।

শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার দিন সকাল পর্যন্ত প্রতিদিন ২৪ ঘণ্টাই জনসাধারণ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন। কফিনের পাশ দিয়ে হাটার অনুমতিও দেয়া হবে।

লন্ডনে পৌছানোর আগে, কফিনটি স্কটল্যান্ডের এডিনবার্গের সেন্ট জাইলস ক্যাথেড্রালে রাখা হয়েছিল রানির কফিন। সেখানেও রাতভর শ্রদ্ধা জানায় সাধারণ মানুষ। প্রায় ৩৩ হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছিল।

এরপরে যুক্তরাজ্যের রয়েল এয়ার ফোর্সের এক বিশেষ বিমানে রানিকে বহনকারী কফিন লন্ডনে আনা হয়।

সোমবার হতে যাওয়া রানির শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দিন উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেক বিশ্বনেতাই। তবে রাশিয়া, বেলারুশ ও মিয়ানমারের নেতাদের শেষকৃত্যের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।

গত বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে নিজ প্রাসাদ স্কটিশ বালমোরাল দূর্গে রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান। তিনি ৭০ বছর সিংহাসনে ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত