আন্তর্জাতিক ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২২ ১২:১৯

কিরগিজিস্তান ও তাজিকিস্তানের সীমান্ত সংঘর্ষে নিহত প্রায় ৩০

কিরগিজিস্তান ও তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অর্ধশত মানুষ আহত হয়েছে। এরপর সীমান্ত এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেয়া হয়েছে। খবর আল জাজিরার।

কিরগিজিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, তাজিকিস্তানের সীমান্তবর্তী বাতকেন অঞ্চলের হাসপাতালগুলোতে ৩০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এসময় আরও ৮৭ জন চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে।

কয়েক দিন আগে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষ শুরু হয়। তবে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বড় আকারের লড়াই হয়। এসময় ট্যাংক, আর্টিলারি ও রকেট লঞ্চারের ব্যবহারের ঘটনা ঘটে।

তাজিক বাহিনীর ছোড়া গোলা আঞ্চলিক রাজধানী বাতকেনে আঘাত হানে। কিরগিজিস্তানের জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, ওই এলাকা থেকে এক লাখ ৩৬ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

মধ্য এশিয়ার এই দেশ দুটির মধ্যে ঠিক কি কারণে লড়াই শুরু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। শুক্রবার তড়িঘড়ি করে যুদ্ধবিরতির চেষ্টা করা হয়। তবে তা ব্যর্থ হওয়ায় এদিন গোলা ছোড়ার ঘটনা ঘটে।

আপনার মন্তব্য

আলোচিত