আন্তর্জাতিক ডেস্ক

২৫ অক্টোবর, ২০২২ ১৩:৫১

মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ৮০

মিয়ানমারের কাচিন প্রদেশে বিমান হামলায় ৮০ জনে নিহত হয়েছে। জাতিগত সংখ্যালঘুদের ওপর চালানো এই হামলায় নিহতের তালিকায় গায়ক ও সঙ্গীতশিল্পীও রয়েছেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) উদ্ধারকর্মী ও সূত্রের বরাতে আলজাজিরা ও এবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

হামলার পর মানবাধিকার সংগঠনগুলো ক্ষমতাসীন জান্তাদের বিরুদ্ধে যুদ্ধ আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে দেশটিতে অস্ত্র ও বিমান জ্বালানি বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এক সঙ্গীত উৎসবে বিমান হামলা চালায় জান্তা সরকার। এতে বহু আহত হয়েছে। হামলার পর ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। পরে এই সংখ্যা ৮০ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এপি'র বরাতে আলজানিরা জানায়, কাচিন আর্টিস্ট অ্যাসোসিয়েশনের একজন মুখপাত্র ফোনে জানিয়েছেন, হামলায় ৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। অনুষ্ঠানে ৩০০ থেকে ৫০০ জন উপস্থিত ছিলেন। সেখানে চারটি বোমা ফেলা হয়।

এর আগে, রোববার (২৩ অক্টোবর) কাচিনের হপাকান্ত শহরে আয়োজিত সঙ্গীত উৎসবে এ হামলা চলে বলে জানান স্পেনে নির্বাসিত মিয়ানমারের এক সাংবাদিক।

আপনার মন্তব্য

আলোচিত