সিলেটটুডে ডেস্ক

০৬ ফেব্রুয়ারি , ২০২৩ ১৯:২৯

তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে দেড় হাজার

তুরস্ক ও সিরিয়ায় সোমবার স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ১৫০০ জনে দাঁড়িয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, তার দেশে ভূমিকম্পে ৯১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ হাজার ৩৮৩ জন।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবর অনুযায়ী, ভূমিকম্পে কমপক্ষে ৫৬০ জনের প্রাণহানি হয়েছে, যাদের বেশির ভাগ আলেপ্পো, হামা, লাতাকিয়া ও তারতুস অঞ্চলের।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আলেপ্পো, হামা, লাতাকিয়া ও তারতুসে ৬৪৮ জন আহত হয়েছে।

অন্যদিকে হোয়াইট হেলমেটস জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় আহত হয়েছে ৩৪০ জন।

দেশটির দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানানো হয়, সোমবার ভোররাত ৪টা ১৭ মিনিটে ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল কাহরামানমারাস প্রদেশের পাজারসিক জেলায়। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ৭ কিলোমিটার।

পাজারসিকের পর তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ানটেপ প্রদেশে ৬.৪ ও ৬.৫ মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয়।

আপনার মন্তব্য

আলোচিত