সিলেটটুডে ডেস্ক

০৭ ফেব্রুয়ারি , ২০২৩ ১১:১৩

তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ এক বাংলাদেশি উদ্ধার

তুরস্কে হয়ে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে নিখোঁজ দুই বাংলাদেশির ম‌ধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে।

দেশটির স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যার দিকে নুর আলম নামের ওই বাংলাদেশিকে উদ্ধার করা হয়। কিন্তু এখন পর্যন্ত খোঁজ মেলেনি অন্য এক বাংলাদেশির, এমনটা জানিয়েছেন ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নুর-আলম।

তিনি বলেন, নুর আলম সুস্থ আছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বর্তমানে। কিন্তু রিংকু নামের একজনের খোঁজ এখনও পাওয়া যায়নি। উদ্ধার তৎপরতা চলছে। রিংকু আন্ডার গ্রাজুয়েট ছাত্র। তার বাড়ি বগুড়া।

কনসাল জেনারেল বলেন, তুরস্কে ভূমিকম্প হয়ে যাওয়া অঞ্চলে অল্প সংখ্যক বাংলাদেশি থাকেন। আমরা এখনও কোনো হতাহতের খবর পাইনি। এছাড়া সাতজন বাংলাদেশি শিক্ষার্থী ভূমিকম্প বিধ্বস্ত গাজিয়ানতেপ অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন।

৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কে ও সিরিয়ায় এখন পর্যন্ত ৪ হাজার ৩৬৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে তুরস্কেই মারা গেছেন ২ হাজার ৯২১ জন। আর সিরিয়ায় এক হাজার ৪৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই দেশে আহত হয়েছেন ১৭ হাজারের বেশি মানুষ।

আপনার মন্তব্য

আলোচিত