আন্তর্জাতিক ডেস্ক

০৭ মার্চ, ২০২৩ ১১:৫২

ভারতে হলমার্ক ছাড়া সোনার গয়না ও শিল্পবস্তু বিক্রিতে নিষেধাজ্ঞা

ভারতের কেন্দ্রীয় সরকার স্বর্ণের গয়না ও শিল্পকর্মে হলমার্ক ব্যবহার নিশ্চিত করতে আরও কঠোর ব্যবস্থা নিয়েছে। দেশটির কেন্দ্রীয় সরকার বলেছে, আগামী ১ এপ্রিল থেকে ছয় সংখ্যার পরিচিতি নম্বর বা এইচইউআইডি ছাড়া সোনার গয়না ও শিল্পবস্তু বিক্রি করা যাবে না।

এ বিষয়ে ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, ভারতের ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (বিআইএস) বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন দেশটির খাদ্য ও ভোক্তাবিষয়ক মন্ত্রী পীযূষ গয়াল।

ক্রেতারা যেন উচ্চ মানের বিশুদ্ধ সোনা কিনতে পারেন, সেজন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রক্রিয়া উৎসাহিত করতে বিআইএস সত্যায়ন প্রক্রিয়ায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে বলে জানিয়েছে।

দু’দশক আগে ভারতে প্রথম হলমার্ক ব্যবহারের চল শুরু হয়। তবে তখন তা বাধ্যতামূলক ছিল না। ভারত সরকার ২০২১ সালের ১৬ জুন সোনার গয়নার ক্ষেত্রে হলমার্ক ব্যবহার বাধ্যতামূলক করে দেয়। তবে সেই নিয়ম একসঙ্গে সারা দেশে কার্যকর হয়নি। পর্যায়ক্রমে তা সারা দেশে কার্যকর করা হয়।

হলমার্কিং হল স্বর্ণের বিশুদ্ধতার নিশ্চয়তা। হলমার্কসহ গয়নায় বিশুদ্ধতার নিদর্শন হিসেবে একধরনের চিহ্ন থাকে। প্রতিটি অলংকারে সোনার পরিমাণ কম-বেশি হয়, যা এর বিশুদ্ধতার ওপর নির্ভর করে। কখনো কখনো সোনার দোকানগুলো কম ক্যারেটের গয়না দিয়ে বেশি ক্যারেটের দাম নেয়। এ প্রতারণা রুখতেই হলমার্কিং বাধ্যতামূলক করেছে ভারতের কেন্দ্রীয় সরকার

ইকোনমিক টাইমস জানিয়েছে, হলমার্ক থাকলে ছোট ছোট সোনার গয়না কেনাবেচার সময় গ্রাহকেরা জানতে পারবেন, সোনার বিশুদ্ধতা কতটা। এতে পরবর্তীকালে তারা গয়না বিক্রি করতে চাইলে ভালো দাম পাবেন।

আপনার মন্তব্য

আলোচিত