সিলেটটুডে ডেস্ক

১৫ জুন, ২০২৩ ১৯:৪৫

বাংলাদেশ ইস্যুতে কংগ্রেসম্যানদের চিঠি, জানে না মার্কিন পররাষ্ট্র দফতর

বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে কংগ্রেসম্যানদের লেখা চিঠির বিষয়ে কিছু জানা নেই বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে ছয় কংগ্রেসম্যানের চিঠি পাঠানোর কথা উল্লেখ করে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশে আসলেই কী চলছে তা মার্কিন পররাষ্ট্র দপ্তর খতিয়ে দেখবে কিনা।

জবাবে মিলার বলেন, 'চিঠির বিষয়টি আমার জানা নেই। কংগ্রেসের সদস্যদের কাছ থেকে আমরা যেসব চিঠি পাই সে বিষয়ে আমরা সাধারণত মন্তব্য করি না। তাদের চিঠির জবাব আমরা সাধারণত গোপনীয়তা বজায় রেখেই দিয়ে থাকি। তবে আমি বলবো, অবশ্যই, আমাদের যেসব বিষয়ে উদ্বেগ আছে তা আমরা গোপনে ও প্রকাশ্যে জানানো অব্যাহত রাখবো।'

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি জে ব্লিংকেনকে সম্প্রতি চিঠি লেখেন ছয় কংগ্রেসম্যান। চিঠিতে বাংলাদেশে ‘মানবাধিকার পরিস্থিতির ক্রমাবনতি হচ্ছে’ জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। গত ৮ জুন মার্কিন কংগ্রেসের ওই ছয় সদস্য চিঠিটি লেখেন। মঙ্গলবার কংগ্রেসম্যান বিল কিটিং টুইটে চিঠিটি শেয়ার করলে বিষয়টি সামনে আসে।

আপনার মন্তব্য

আলোচিত