সিলেটটুডে ডেস্ক

১৮ জুন, ২০২৩ ২১:৩৪

মালয়েশিয়া ও ব্রুনেইয়ে ঈদুল আজহা ২৯ জুন

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া ও ব্রুনেইয়ের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৯ জুন।

মালয়েশিয়ার কর্তৃপক্ষ ও ব্রুনেইয়ের জ্যোতির্বিদ্যা কেন্দ্রের বরাতে রোববার এ তথ্য দিয়েছে খালিজ টাইমস এবং গলফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়া ও ব্রুনাইয়ে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই সোমবার নয়, বরং মঙ্গলবার থেকে এ দেশে ২০ জুন থেকে জিলহজ মাস গণনা করা হবে। ২৯ জুন বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপন হবে।

ব্রুনেইয়ের জ্যোতির্বিদ্যা কেন্দ্রের মতে, রোববার কোনোভাবেই ইসলামি দেশগুলোতে চাঁদ দেখা সম্ভব নয়। এসব দেশের মধ্যে বাংলাদেশও আছে।

আপনার মন্তব্য

আলোচিত