আন্তর্জাতিক ডেস্ক

০১ অক্টোবর, ২০২৩ ১৪:৪৬

ভারতে পর্যটকবাহী বাস খাদে পড়ে ৮ জন নিহত

ভারতের তামিলনাড়ুর নীলগিরিতে একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আটজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অনেকে।

রোববার (১ অক্টোবর) বাসটি ৫৫ জন যাত্রীসহ টেনকাসি যাচ্ছিল। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার তৎপরতা চালাচ্ছে। রাস্তা থেকে গভীর খাদে বাসটি পড়ে যাওয়ায় উদ্ধারকর্মীরা দড়ি দিয়ে সেখানে নেমে উদ্ধারকাজ চালাচ্ছেন। খবর এনডিটিভির

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভারে ধারণা করা হচ্ছে, খাড়া বাঁক হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নিচে পড়ে যায়। পুলিশ সুপার কে প্রভাকর এনডিটিভিকে বলেন, ‘বাসটি কিভাবে নিচে পড়ে গেল তার তদন্ত চলছে। তবে চালকের দোষ আছে বলে মনে হচ্ছে।’

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন দুর্ঘটনায় হতাহতদের জন্য শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ২ লাখ এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

এদিকে দুর্ঘটনার খবরে জেলা প্রশাসন একটি ফোন লাইন-১০৭৭ স্থাপন করেছে।

আপনার মন্তব্য

আলোচিত