সিলেটটুডে ডেস্ক

০৬ অক্টোবর, ২০২৩ ১৫:৩০

শান্তিতে নোবেল জিতলেন ইরানের নার্গিস মোহাম্মদী

নারী অধিকার রক্ষা, নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে শান্তিতে নোবেল পেয়েছেন ইরানের নার্গিস মোহাম্মদী।

স্থানীয় সময় আজ শুক্রবার বেলা ১১টার দিকে নরওয়ের নোবেল কমিটি তার নাম ঘোষণা করে।

নার্গিস মোহাম্মদী বর্তমানে কারাবন্দি

নোবেল কমিটি বলেছে, ইরানে নিপীড়িত নারীদের জন্য নার্গিস মোহাম্মদীর সংগ্রাম এবং সবার মানবাধিকার ও স্বাধীনতার জন্য তা যে লড়াই, তারই স্বীকৃতিতে তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

“মতপ্রকাশের স্বাধীনতা আর অধিকারের দাবিতে যে সাহসী সংগ্রাম তিনি চালিয়ে যাচ্ছেন, সেজন্য তাকে অভাবনীয় মূল্য দিতে হয়েছে। ইরান সরকার তাকে গ্রেপ্তার করেছে ১৩ বার, পাঁচবার তাকে দোষী সাব্যস্ত করেছে। সব মিলিয়ে ৩১ বছরের জেল দেওয়া হয়েছে এই সাহসী নারীকে। শরিয়া আইনে ১৫৪টি বেত্রাঘাতের মত শাস্তিও পেতে হয়েছে তাকে। এবং এই মুহূর্তেও তিনি কারাবন্দি।”

যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের তথ্য-প্রমাণ তুলে ধরতে অসাধারণ ভূমিকা রাখায় গত বছর শান্তিতে নোবেল দেওয়া হয়েছে বেলারুশের কারাবন্দি অধিকার কর্মী আলেস বিয়ালিয়াৎস্কিকে। তার সঙ্গে যৌথভাবে নোবেল পায় ইউক্রেইনের সেন্টার ফর সিভিল লিবার্টিস এবং রাশিয়ার বন্ধ করে দেওয়া মানবাধিকার সংগঠন মেমোরিয়াল।

আপনার মন্তব্য

আলোচিত