আন্তর্জাতিক ডেস্ক

২৬ অক্টোবর, ২০২৩ ১৪:১৩

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় অন্তত ২২ জন নিহত

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লুইসটেনে স্থানীয় সময় বুধবার বন্দুক হামলায় কমপক্ষে ২২ জন নিহত ও ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন।

লুইসটেন পুলিশের একটি সূত্র এনবিসি নিউজকে এ তথ্য জানায় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রয়টার্স জানায়, হতাহত নিয়ে প্রতিবেদন প্রকাশ হওয়ার আগে মেইন পুলিশ ও অঙ্গরাজ্যের একটি কাউন্টির শেরিফ জানিয়েছিলেন, বুধবার রাতে সক্রিয় এক বন্দুকধারীকে দেখা গেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দুটি পক্ষ বিস্তারিত কিছু জানায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মেইন অঙ্গরাজ্য পুলিশের পোস্টে বলা হয়, ‘লুইসটেনে সক্রিয় বন্দুকধারী রয়েছে। আমরা লোকজনকে নিজ নিজ স্থানে আশ্রয় নিতে বলেছি।

‘দয়া করে দরজা বন্ধ করে বাড়িতে থাকুন। আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে কয়েকটি স্থানে তদন্ত চালাচ্ছে।’

অ্যান্ড্রোসকগিন কাউন্টি শেরিফের দপ্তর ফেসবুকে সন্দেহভাজনের দুটি ছবি পোস্ট করে জানায়, তাকে ধরতে অভিযান চলছে।

ওই কাউন্টির শেরিফ ছবিতে থাকা ব্যক্তিকে শনাক্তে স্থানীয়দের সহায়তা চান। সন্দেহভাজন ব্যক্তিটি দাড়িওয়ালা, যার পরনে ছিল লম্বা হাতাওয়ালা শার্ট ও ডেনিমের প্যান্ট। আর হাতে ছিল রাইফেল।

লুইসটেনের দ্য সেন্ট্রাল মেইন মেডিকেল সেন্টার এক বিবৃতিতে জানায়, বন্দুক হামলায় ব্যাপক হতাহতের পরিপ্রেক্ষিতে রোগীদের ভর্তি করতে স্থানীয় হাসপাতালগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

ঘটনাস্থল লুইসটেন অ্যান্ড্রোসকগিন কাউন্টির অংশ। এটি মেইনের বৃহত্তম শহর পোর্টল্যান্ড থেকে প্রায় ৩৫ মাইল দূরে।

আপনার মন্তব্য

আলোচিত