সিলেটটুডে ডেস্ক

২৩ জানুয়ারি, ২০১৬ ০০:৫৬

‘গো ব্যাক’ স্লোগানে বক্তব্য থামাতে হলো নরেন্দ্র মোদিকে

লখনৌর আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

শুক্রবার (২২ জানুয়ারি)সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী ভাষণ শুরু করতে যাওয়া মাত্র কয়েকজন ছাত্র স্লোগান দিতে শুরু করেন।

‘মোদী গো ব্যাক’, ‘মোদী মুর্দাবাদ’, ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান শোনা যায়।

প্রায় দশ সেকেন্ড চুপ থাকার পর ভাষণ শুরু করেন মোদি। ততক্ষণে নিরাপত্তারক্ষীরা স্লোগানরত ছাত্রদের ঘিরে ফেলে মুখ বন্ধ করে বাইরে নিয়ে যেতে শুরু করেছেন।

স্লোগান বন্ধ হয়ে যাওয়ার পর মোদি যখন বক্তব্য শুরু করেন, তখন হায়দ্রাবাদের ছাত্র রোহিত ভেমুলার কথা বলতে গিয়ে দৃশ্যতই আবেগতাড়িত হয়ে পড়েন।

তিনি বলেন, আমারই দেশের এক যুবক যখন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে শুনি, তখন তাঁর পরিবারকে কী পরিস্থিতির মধ্যে পড়তে হল। ভারত মাতা এক সন্তানকে হারাল। এর পিছনে কারণ থাকতে পারে। এ নিয়ে রাজনীতিও হবে। কিন্তু সব শেষে এটাই বাস্তব যে, এক মা তাঁর সন্তানকে খোয়ালেন। আমি তাঁর যন্ত্রণা খুব উপলব্ধি করতে পারি।

এবিপি আনন্দ এক প্রতিবেদনে জানিয়েছে, মোদীকে বিক্ষোভ দেখানো, স্লোগান দেওয়ার জন্য রাম করণ ও ভুবনেশ আর্য নামে দুজনকে ছাত্রকে পুলিশ বাইরে বের করে নিয়ে যায়। তাদের আটক করা হয়েছে।

বিক্ষোভ, স্লোগানের ঘটনায় হতবাক বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর কমল জয়সওয়াল বলেছেন, আমরা হতবাক হয়ে যাই। যাবতীয় শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছিল। নিয়ম অনুসারে পদক্ষেপ করা হবে। ঘটনাচক্রে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার মোদিকে কোনও অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল

এদিনের ৩৫ মিনিটের ভাষণে বারবার আম্বেদকরের কথা বলতে শোনা যায় মোদীকে। তাঁর সরকার দলিত, গরিব, অত্যাচারিতদের উন্নয়নে দায়বদ্ধ বলে জানান।

হায়দ্রাবাদের সাতাশ বছরের রিসার্চ স্কলার রোহিতের আত্মহত্যার ঘটনায় সরাসরি এফআইআরে নাম রয়েছে মোদির নিজেরই মন্ত্রীসভার সদস্য বন্দারু দত্তাত্রেয়র।

মোদির আরেক মন্ত্রী স্মৃতি ইরানির মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের বিরুদ্ধেও রোহিতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে।

এই পরিস্থিতিতে এই দলিত মেধাবী ছাত্রের আত্মহত্যার ঘটনায় চরম অস্বস্তিতে মোদি সরকার। আর সেই প্রেক্ষাপটেই রোহিতের কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়লেন প্রধানমন্ত্রী। কিন্তু বিরোধীদের প্রশ্ন, সত্যিই যদি মোদি রোহিতের মৃত্যুতে দুঃখিত হন, তাহলে বন্দারু এবং স্মৃতিকে বরখাস্ত করছেন না কেন?

আপনার মন্তব্য

আলোচিত